আপনি কি আপনার এনজিও’র জন্য প্রজেক্ট প্রপোজাল (PP) সহ EOI / RFI / RFA / PCN তৈরী তৈরী করতে চান? যে কোন সংস্থা/প্রতিষ্ঠানের গঠনতন্ত্র, ক্রয় নীতিমালা, পরিচালনা নীতিমালা, মাইক্রোক্রেডিট ম্যানুয়াল, জেন্ডার ম্যানুয়াল ও বিভিন্ন ধরনের ফরম তৈরী করতে চান? যোগাযোগ করুনঃ infonscbd@gmail.com

 

এনজিওতে কিভাবে প্রোজেক্ট আনবেন?

এনজিওতে কিভাবে প্রোজেক্ট আনবেন সে বিষয়ে জানার আগে জেনে নিন আপনার প্রতিষ্ঠানের যোগ্যতা কতটুকু আছে।  অর্থাৎ একজন ডোনার আপনাকে কি দেখে ফান্ড দিবে। সুধু কি একটা ভাল মানের প্রোজেক্ট প্রপোজাল (পিপি) লিখলেই প্রোজেক্ট পাওয়া যায়? কক্ষনই না। তাহলে প্রশ্ন করবেন কিভাবে? দেখুন সুধু একটা ভাল মানের প্রোজেক্ট প্রপোজাল (পিপি) লিখলে ডোনার আপনার প্রতিষ্ঠান সম্পর্কে কিছুই জানবে না। আগে তো আপনার প্রতিষ্ঠান সম্পর্কে ডোনারের জানা দরকার তাইনা? আপনাকে না চিনলে আপনাকে কেন ফান্ড দেবে? তাই সুধু ভাল মানের প্রোজেক্ট প্রপোজাল (পিপি) নয়, তার সাথে আপনার প্রতিষ্ঠানের সুন্দর একটা প্রোফাইল লাগবে। যদি ওয়েব সাইট থাকে আরও ভাল হয়।  প্রোজেক্ট প্রপোজাল (পিপি) এর মধ্যে প্রোজেক্ট বাস্তবায়ন করার বিবরণতো থাকেই কিন্তু প্রকল্প বাস্তবায়নের জন্য অর্থ খরচ করার স্বচ্ছতা কিভাবে প্রদর্শন  করবেন? এ ক্ষেত্রে ক্রয় নীতিমালা বা পারসেস পলিসি সংযুক্ত করলে খুব ভাল হয়।

মোট কথা ডোনারকে আপনার প্রতিষ্ঠানকে চিনাবেন, প্রকল্পের যুক্তিকতা বোঝাবেন এবং কাজের স্বচ্ছতা দেখাবেন। দেখবেন ডোনার খুশি হবেই অর্থাৎ আপনি ফান্ড পাবেন। এ বিষয়ে আরও বিস্তারিত জানতে চাইলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন।   





No comments:

Post a Comment